গতকালই দিল্লির নির্বাচন কমিশনের গিয়েছিলেন তৃণমূলের সাংসদর

Prathamalorbarta
By -
0

কমিশন সূত্রে খবর সেই বৈঠকে তাদের জানানো হয়েছে তাদের সমস্ত দাবি ভিত্তিহীন। সেই আবহে এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

 শুক্রবার সন্ধ্যায় ১২ জন ইলেক্টোরাল রোল অবজারভার নিয়োগ করে দিয়েছেন নির্বাচন কমিশন। এবং তার পাশাপাশি এড্রেস স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে। স্পেশাল অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে।


মূলত তার কাজ ভোটার তালিকা সংশোধনের গোটা প্রক্রিয়ার উপর নজর রাখা। এবং ১২ জনের স্পেশাল অবজারভার এর কাজ জেলাশাসক ই আরো এবং ডিইও  তাদের কাজ পর্যালোচনা করা। নিয়োগের পর স্পেশাল অবজারভার এবং 12 জন ইলেকট্রন অবজারভারের সাড়ে বারোটা থেকে বৈঠক রয়েছে সিইও দপ্তরে। জানা যাচ্ছে মূলত তারা কিভাবে কাজ করবেন সমস্ত কিছু নিয়েই আজকে এই বৈঠকে আলোচনা হতে চলেছে

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)