ফিল্মি কায়দায় নাবালিকাকে গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি তুলে নিয়ে গেল একজন ভারসাম্যহীন ব্যক্তি

Prathamalorbarta
By -
0

এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি ফিল্মি কায়দায় এক নাবালিকাকে গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গেলো একজন ভারসাম্যহীন ব্যক্তি। ভারসামহীন ব্যক্তির নাম মহিদুল শেখ বয়স আনুমানিক (33)এই ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানা মিল্কি গ্রামে। 

জানা যায় নাবালিকার বাড়ি শক্তিপুর থানা বলিহার পাড়া গ্রামে। পরিবার সূত্রে  জানা যায় ওই ভারসামহীন ব্যক্তি নাবালিকার নিজেরই মেসো মাসাই।  স্থানীয় সূত্রে জানা যায় ৩০ অক্টোবর সকাল পাঁচটা নাগাদ ওই নাবালিকাকে গলায়  অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে  দীর্ঘ চার ঘন্টা ঘর বন্দী করে রাখে। স্থানীয়রা আরোও জানান ওই ভারসাম্যহীন ব্যক্তি তিন বছর আগেও নিজের পরিবারের  এবং আশপাশের কিছু লোককে মারাত্মকভাবে আঘাত করেছিল। 


রসাম্যহীন ঐব্যক্তির হাতে ছিল একটি হাসুয়া এবং একটি ছুরি। পরিবারের লোক শত চেষ্টা করেও ওই না বালিকাকে উদ্ধার করতে না পেরে তৎক্ষণাৎ শক্তিপুর থানা প্রশাসনকে জানাই। খবর পেয়ে শক্তিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার এ এস আই সফিকুল ইসলাম এবং তার দুইজন সহকর্মী পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। শেষমেষ শফিকুল ইসলাম এবং তার সহকর্মী পুলিশ ওই ভারসাম্যহীন মহিদুলের হাত থেকে ওই মেয়েটিকে উদ্ধার করার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে  দরজা ভেঙে উদ্ধার করতে সক্ষম হন। সঙ্গে সঙ্গে CI  দুর্গা প্রসাদ মজুমদার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন। এবং ওই ভারসাম্যহীন ব্যক্তিকে এরেস্ট করে বহরমপুর মেন্টাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এই ঘটনায় নাবালিকার পরিবার এবং শক্তিপুর থানার ci দুর্গাপ্রসাদ মজুমদার কি জানালেন শোনাবো আপনাদেরকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)