অর্থাভাবে থমকে চিকিৎসা, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের করুণ আর্তি পরিবারের।।
By -Prathamalorbarta
নভেম্বর ০২, ২০২৫
0
মালদা জেলার মানিকচকের কামালপুর গ্রামের মেধাবী ছাত্রী সুপ্রিয়া মণ্ডল আজ মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন লড়াই। বয়স মাত্র পঁচিশের কোঠায়। ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিল অসাধারণ মেধার ছাপ। বাবা অজিত কুমার মণ্ডল — পেশায় এক সাধারণ দর্জি। সামান্য আয়ের মধ্যেই মেয়ের স্বপ্নকে বাস্তবায়িত করতে লড়াই চালিয়েছেন তিনি।দারিদ্র্যতার সঙ্গে লড়াই করেও মেয়েকে উচ্চশিক্ষিত করেছেন, এম.এস.সি পাশ করিয়েছেন। কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করেছিল। হঠাৎ করেই জানা গেল — সুপ্রিয়ার শরীরে বাসা বেঁধেছে মারণ ব্যাধি, ক্যান্সার।
এরপর শুরু হয় হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়ানো। সংসারের যা কিছু ছিল — ঘটি, বাটি, গয়না — সব বিক্রি করে চেষ্টা করা হয়েছে মেয়েকে বাঁচানোর। কিন্তু চিকিৎসার খরচ লাখ লাখ টাকায় পৌঁছেছে।আজ সুপ্রিয়া মৃত্যুর সঙ্গে প্রতিদিন লড়ছেন, আর তার পরিবার দাঁড়িয়ে আছে চরম আর্থিক সংকটে। তবুও বেঁচে থাকার অদম্য ইচ্ছা নিয়ে তিনি এখন আশার আলো দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। সুপ্রিয়া ও তার পরিবার মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন — যাতে হয়তো ফিরে পাওয়া যায় এক মেধাবী প্রাণের নতুন জীবন।