ফ্র্যাঞ্চাইজি বিক্রির আগেই নিলাম, চ্যাম্পিয়ন স্কোয়াড থেকে কাদের ছাঁটতে চলেছে আরসিবি?

Prathamalorbarta
By -
0

প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন বিরাট কোহলিরা। দীর্ঘ ১৮ বছরের খরা কাটিয়ে প্রথমবার আইপিএল এসেছে আরসিবি শিবিরে। 

কিন্তু সেই চ্যাম্পিয়ন স্কোয়াড থেকেও বেশ কয়েকজনকে ছেঁটে ফেলতে চলেছে ম্যানেজমেন্ট। উল্লেখ্য, আগামী বছরই বিক্রি হয়ে যেতে পারে গোটা দল। এহেন অস্থিরতার মধ্যেই মিনি নিলামে অংশ নেবে আরসিবি।২০২৫ আইপিএলের পূর্ণ স্কোয়াড: রজত পাতিদার (অধিনায়ক), বিরাট কোহলি, যশ দয়াল, জস হ্যাজেলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, রশিখ দার, সুয়শ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুসারা, মনোজ ভাণ্ডাগে, জ্যাকব বেথেল, দেবদত্ত পাড়িক্কল, স্বস্তিক চিকারা, লুঙ্গি এনগিডি, অভিনন্দন সিং, মোহিত রাঠি।


Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)