লাল কেল্লার কাছে বিরাট বিস্ফোরণ। ৩টি গাড়িতে আগুন।
By -Prathamalorbarta
নভেম্বর ১১, ২০২৫
0
লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণ ঘটে বলে খবর। একজনের মৃত্যুর খবর শোনা গিয়েছে। বেশ কয়েকজন জখম হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে অনুমান, রাজধানীতে কোনও জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে, এমনটাই সন্দেহ করছে পুলিশ কর্তারা, খবর সূত্রের।
ইতিমধ্যেই ওই বিস্ফোরণের এলাকায় পৌঁছেছে এনএসজি এবং এনআইএ পৌঁছেছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে। ইতিমধ্যেই হাই সিকিউরিটি অ্যালার্ট জারি হয়েছে দিল্লিজুড়ে।