এবারও সঙ্গীতের গ্র‍্যামি মাতাবেন ভারতীয়রা?

Prathamalorbarta
By -
0

বিশ্বসঙ্গীত জগতের সেরা সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এ ফের ভারতীয় সঙ্গীত মহলের সাফল্যের সম্ভাবনা জোরদার হল। গ্লোবাল মিউজিক ক্যাটেগরিতে বেশ কয়েকজন ভারতীয় তারকা মনোনয়ন পেয়েছেন। চূড়ান্ত ফল জানতে এখনও অপেক্ষা করতে হবে। পণ্ডিত রবিশঙ্করের কন্যা সেতারবাদক অনুষ্কা শঙ্কর এবছর দু’টি বিভাগে নমিনেশন পেয়েছেন। গ্লোবাল মিউজিক অ্যালবাম ‘চ্যাপটার থ্রি : উই রিটার্ন টু লাইট’ শীর্ষক ট্রিলজির শেষভাগে অনুষ্কার সঙ্গে রয়েছেন আলম খান এবং সারথি কোরওয়ার। এই তিন তারকার ‘ডেব্রেক’ বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্সে নমিনেশন পেয়েছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)