হোম ভারতীয় ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন এবারও সঙ্গীতের গ্র্যামি মাতাবেন ভারতীয়রা? এবারও সঙ্গীতের গ্র্যামি মাতাবেন ভারতীয়রা? By -Prathamalorbarta নভেম্বর ১০, ২০২৫ 0 বিশ্বসঙ্গীত জগতের সেরা সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এ ফের ভারতীয় সঙ্গীত মহলের সাফল্যের সম্ভাবনা জোরদার হল। গ্লোবাল মিউজিক ক্যাটেগরিতে বেশ কয়েকজন ভারতীয় তারকা মনোনয়ন পেয়েছেন। চূড়ান্ত ফল জানতে এখনও অপেক্ষা করতে হবে। পণ্ডিত রবিশঙ্করের কন্যা সেতারবাদক অনুষ্কা শঙ্কর এবছর দু’টি বিভাগে নমিনেশন পেয়েছেন। গ্লোবাল মিউজিক অ্যালবাম ‘চ্যাপটার থ্রি : উই রিটার্ন টু লাইট’ শীর্ষক ট্রিলজির শেষভাগে অনুষ্কার সঙ্গে রয়েছেন আলম খান এবং সারথি কোরওয়ার। এই তিন তারকার ‘ডেব্রেক’ বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্সে নমিনেশন পেয়েছে। Tags: ভারতীয় ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন Facebook Twitter Whatsapp নবীনতর পূর্বতন