কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঋত্বিক ঘটককে শ্রদ্ধার্ঘ্য
By -Prathamalorbarta
নভেম্বর ০৬, ২০২৫
0
রাত পোহালেই শহরে সিনে-উৎসব। ৬ নভেম্বর ধন্যধান্য স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরভর এই ফিল্মোৎসবের জন্য অধীর আগ্রহে মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরা।
বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কারণ এদিন থেকে শুরু হচ্ছে একসপ্তাহব্যাপী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে উত্তম-সুচিত্রার কালজয়ী সিনেমা ‘সপ্তপদী’।
এছাড়াও চলতি বছর জন্মশতবর্ষ উপলক্ষে ঋত্বিক ঘটককে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে চলেছে ‘কিফ’। শুক্রবার, ৭ তারিখ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে ঋত্বিক ঘটকের ৬টি ছবির পুনরুদ্ধারকৃত সংস্করণ। সেই তালিকায় রয়েছে- বাড়ি থেকে পালিয়ে, তিতাস একটি নদীর নাম, মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, কোমল গান্ধার, সুবর্ণরেখার মতো কালজয়ী ছবিগুলি।