হালকা শীতের আমেজ দক্ষিণবঙ্গের নানান জায়গাতে পড়তে শুরু করে দিয়েছে। ফলে এবার আলমারি খুলে শীতের জামা বের করার সময় শুরু হতে চলেছে! তবে এই আবহাওয়ার মাঝেও বৃষ্টি পিছু ছাড়ছে না! আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে ফের এন্ট্রি নেবে বৃষ্টি। বৃহস্পতিবার বেশ কিছু জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে।