স্মৃতি-জেমিদের জন্য ২.২৫ কোটি পুরস্কার মহারাষ্ট্র সরকারের

Prathamalorbarta
By -
0

এদেশে ভুল সময়ে জন্ম নেওয়া ক্রিকেটারদের তালিকা করলে প্রথমদিকে থাকবে অমল মজুমদারের নাম। পদ্মকর শিভালকর, রাজিন্দর গোয়েলদের সঙ্গে। মুম্বইকর হওয়ার পরও তাঁর কেরিয়ারের সর্বোচ্চ শৃঙ্গ থেকে গিয়েছে রনজি ট্রফি। 


সেই অমলই সদ্য বিশ্বজয়ী হরমনপ্রীত কৌরদের হেডস্যর। তবে, ভারতকে বিশ্বকাপ এনে দিলেও খেলোয়াড়দের মতো সমান পুরস্কারমূল্য পাচ্ছেন না তিনি। যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক।  মহারাষ্ট্র সরকার ভারতের বিশ্বকাপজয়ী সদস্য স্মৃতি মন্ধানা, জেমাইমা রডরিগেজ, রাধা যাদব এবং হেডকোচ অমল মজুমদারের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে। 

ঘটনাচক্রে তাঁরা সবাই মহারাষ্ট্রের। তিন ক্রিকেটারকে ২.২৫ কোটি টাকা করে দেওয়া হলেও অমল মজুমদারকে দেওয়া হবে ২২.৫ লক্ষ টাকা। মহারাষ্ট্র সরকারের এই বৈষম্য নিয়ে অনেকেই সোচ্চার হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)