শুভেন্দু বলেন চুরির পয়সা আছে সেই পয়সায় করুক, শুধু এক্সপাযারি ওষুধ দেবেন না

Prathamalorbarta
By -
0

অভিষেকের ডায়মন্ড হারবার স্বাস্থ্য মডেলের দাবী নন্দীগ্রামে,পাল্টা সোনাচূড়ায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবিরের আয়োজন শুভেন্দুর, নন্দীগ্রামে কেউ স্বাস্থ্যপরিসেবা মডেল চায়নি,বক্তা প্রদীপ মান্না আই প্যাকের সাজানো, পাল্টা আই প্যাক এর সাথে যুক্ত নয় দাবি প্রদীপ মান্নার

অভিষেকের ডায়মন্ড হারবার স্বাস্থ্য মডেলের দাবি উঠেছিল নন্দীগ্রাম জুড়ে, তারই পাল্টা সোনাচূড়ার শহীদ মিনারে বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবা শিবিরের আয়োজন বিজেপির, উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য শিবিরে যোগদানের পরে শুভেন্দু অধিকারী বলেন ২০০৯ সাল থেকে বিনামূল্যে এরকম বিনামূল্যে স্বাস্থ্য পরিসেবার আয়োজন করে আসছেন তারা। নন্দীগ্রামের মৃত পরিযাই শ্রমিক ভীমচরণ বারিকের মৃত্যুর পর ডায়মন্ড হারবার স্বাস্থ্য মডেলের দাবি উঠেছিল নন্দীগ্রামে, সেই নিয়ে শুভেন্দু বলেন চুরির পয়সা আছে সেই পয়সায় করুক, শুধু এক্সপাযারি ওষুধ দেবেন না।ভুয়ো ডাক্তার আনবেন না। আর নন্দীগ্রামে কেউ ডায়মন্ড হারবার মডেল চায়নি। ওগুলো সব সাজানো। যে অভিযোগ করেছিলেন সেই প্রদীপ মান্নাকে আই প্যাক শিখিয়ে বলিয়েছিল।সেই সঙ্গে কলকাতা টিভিকে বেনজীর আক্রমণ শুভেন্দুর।চটি চাটা বলে কলকাতা টিভিকে আক্রমণ শানান শুভেন্দু।তিনি আরো বলেন আগের ভোটে ৮৩০০ লিড ছিল। এবার কুড়ি হাজার লিড হবে।

Sir নিয়ে পথে নামছেন মমতা,সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন ওনার বিশেষ কমিউনিটির শান্তির ছেলেরা ও থাকবে। চোর চিটিংবাজরা হাঁটবে। লোক কম পড়লে মনোজ ভার্মা পুলিশ দিয়ে দেবে।50 পার্সেন্ট sir সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে।সমস্ত হিন্দু শরণার্থীদের প্রটেকশন দেবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)