নিম্নমানের রাস্তা তৈরি রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা

Prathamalorbarta
By -
0

নিম্নমানের রাস্তা তৈরি রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা ।অভিযোগ , পথশ্রী প্রকল্পের পাতলা পিচের চাদর দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। 

পিচের পরিমাণও সঠিক দেওয়া হচ্ছে না ।রাস্তা তৈরির পর হাত দিয়েই উঠে যাচ্ছে পিচের চাদর । তাই রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হলেন ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকার বাসিন্দারা । 
জানা গেছে , চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের বটতলা থেকে জয়গুরু হাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পিচের রাস্তার কাজ শুরু হয়েছে । পথশ্রী প্রকল্পের রাস্তাটি তৈরিতে মোট খরচের পরিমাণ প্রায় ৭৬ লক্ষ টাকা । এদিন কাজ বন্ধ রেখে কাজের মান তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । রাস্তার সিডিউল অনুযায়ী সঠিক কাজের দাবী জানিয়েছেন তারা । 

যদিও এই বিষয়ে কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে কি কি বলছেন শুনে নেওয়া যাক।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)