আজ থেকে শুরু হলো বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনে বাৎসরিক মহামিলন উৎসব
By -Prathamalorbarta
নভেম্বর ০৪, ২০২৫
0
আজ ৩ রা নভেম্বর সোমবার থেকে বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনে প্রতিবছরের মতো এবছরও রাস পূর্ণিমা উপলক্ষ্যে বাৎসরিক মহামিলন উৎসব গুরু হলো। আজ থেকে আগামী ৫ ই নভেম্বর বুধবার অবধি তিনদিনব্যাপী বাৎসরিক মহামিলন উৎসবের আয়োজন করা হয়েছে। এই বছর মিশনে ১৮ তম বর্ষের মহামিলন উৎসব উদযাপিত হচ্ছে। আজ উৎসবের প্রথম দিন সন্ধ্যায় মিশন প্রাঙ্গণে ভাগবত পাঠ করছেন সঞ্চিতা গোস্বামী।
উৎসবের দ্বিতীয় দিন মিশন প্রাঙ্গণে সকালে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দুপুরে লোকনাথ বাবার মহাস্নান মন্দিরের শুভ উদ্বোধন, উত্তরবঙ্গে প্রচারক শ্রদ্ধেয় স্বর্গীয় অজিত কুমার ঘোষের ১০০ তম জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে অজিত কুমার ঘোষের আবক্ষ মূর্তি উন্মোচন ও সারা ভারতবর্ষ ব্যাপী লোকনাথ মহানাম প্রচার ভগীরথ দাদু নিত্য গোপাল সাহার আবক্ষ মূর্তি উন্মোচন হবে। এছাড়াও দ্বিতীয় দিন দুপুরে সাধু ভান্ডারার পাশাপাশি বিকেলে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান হবে।
উৎসবের তৃতীয় দিন সকালে মিশন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শহর পরিক্রমার পাশাপাশি আত্রেয়ী নদী থেকে ভক্তদের দ্বারা বাঁকে করে জলে এনে লোকনাথ বাবার মহাস্নান, পাদুকাভিষেক ও বাবার মহাপুজোর পাশাপাশি দুপুরে তারকেশ্বর থেকে আগত সাধুবৃন্দের দ্বারা বিশ্বশান্তিযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। এছাড়াও তৃতীয় দিন সন্ধ্যায় বহিরাগত ভক্ত ও স্বামীজিদের বরণ ও ধর্ম আলোচনা সভা হবার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান হবে। এমনটাই জানালেন বালুরঘাট লোকনাথ মিশনের সভাপতি অজয় কুমার ঘোষ।