আজ দুপুরে বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনে লোকনাথ বাবার মহাস্নান মন্দিরের শুভ উদ্বোধন হলো

Prathamalorbarta
By -
0

বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনে প্রতিবছরের মতো এবছরও রাস পূর্ণিমা উপলক্ষ্যে বাৎসরিক মহামিলন উৎসব গুরু হয়েছে। গতকাল থেকে আগামীকাল ৫ই নভেম্বর বুধবার অবধি তিনদিনব্যাপী এই বাৎসরিক মহামিলন উৎসবের আয়োজন করা হয়েছে। এই বছর মিশনে ১৮ তম বর্ষের মহামিলন উৎসব উদযাপিত হচ্ছে। 


আজ উৎসবের দ্বিতীয় দিন দুপুরে লোকনাথ বাবার মহাস্নান মন্দিরের শুভ উদ্বোধন হলো। মহাস্নান মন্দিরের উদ্বোধনের ফলে ভক্তরা প্রতিদিনই লোকনাথ বাবাকে স্নান করাতে পারবে। এমনটাই জানালেন বালুরঘাট লোকনাথ মিশনের সভাপতি অজয় কুমার ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)