‘ক্যানসারে আক্রান্ত মাকেও কটুক্তি!’, সমালোচনার মুখে ‘শাড়ি বিতর্কে’ ক্ষমা চাইলেন ঋজু বিশ্বাস
By -Prathamalorbarta
নভেম্বর ০৪, ২০২৫
0
দিন কয়েক ধরেই সোশাল পাড়ায় ট্রেন্ডিং ঋজু বিশ্বাস। একসময়কার জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’-এর ‘প্রিয় নিখিল’ নেটবাসিন্দাদের চোখে রীতিমতো ‘ভিলেন’ হয়ে উঠেছেন। ম্যাসেঞ্জারে মেয়েদের ‘শাড়িতে ভালো লাগছে’ বলে মহাবিপাকে পড়েছেন ঋজু! অভিনেতার বিরুদ্ধে ‘ভারচুয়াল হেনস্তা’র মতো অভিযোগও উঠেছে।
যদিও ঋজু পালটা প্রশ্ন ছুড়েছিলেন, ‘শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়?’ তবে ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে নেমেও রেহাই পাননি। বরং ‘নিখিল’-এর কপালে জুটেছে লাগাতার কটাক্ষ, সমালোচনা। কটুক্তির শিকার হতে হয়েছে অভিনেতার ক্য়ানসারে আক্রান্ত মাকেও। ট্রোল-মিম, বিদ্রুপের অন্ত নেই তাঁকে ঘিরে। শেষমেশ ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন ঋজু বিশ্বাস।