হবু বর পলাশের হাতে স্মৃতির নামে ট্যাটু

Prathamalorbarta
By -
0

একটা বিশ্বজয় কত অঙ্ক বদলে দেয়। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌরদের সাফল্য লিঙ্গবৈষম্যের বেড়াজাল ভেঙে দিচ্ছে। পুরুষ নয়, মহিলা নয়- স্বপ্নপূরণ হয়েছে কোটি কোটি দেশবাসীর। সেই অর্ধেক আকাশ জয়ে বোধহয় প্রত্যেক স্মৃতি মন্ধানার পাশে একজন পলাশ মুচ্ছল দরকার। যিনি অনায়াসে হাতে স্মৃতির নাম ও জার্সি নম্বরের আদ্যাক্ষর ট্যাটু করিয়ে গোটা বিশ্বকে দেখাতে পারেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)