বালুরঘাটে সনাতনী যুবকদের উদ্যোগে শ্রী রামের পতাকা উত্তোলন। অযোধ্যা রাম মন্দিরে ধ্বজা উত্তোলন উপলক্ষে মঙ্গলবার বালুরঘাটে সনাতনী যুবকদের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত যুবক-যুবতীরা একত্রিত হয়ে শ্রীরামের পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে ভক্তিমূলক স্লোগান ও শ্রীরামচন্দ্রের বন্দনায় পরিবেশ মুখরিত হয়ে ওঠে।
স্থানীয়দের মতে, এই উদ্যোগের লক্ষ্য ছিল ধর্মীয় ঐতিহ্যকে সম্মান জানানো এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া।

