আদিবাসী স্টুডেন্ট এন্ড ইউথ ফোরামের ডাকে বার্নপুর সেল আই এস পী দপ্তরের গেটের সামনে বিক্ষোভ

Prathamalorbarta
By -
0

আদিবাসী স্টুডেন্ট এন্ড ইউথ ফোরামের ডাকে বার্নপুর সেল আই এস পী দপ্তরের গেটের সামনে বিক্ষোভ ও গণডেপুটেশন একাধিক দাবীকে সামনে রেখে!

তাঁদের দাবি স্থানীয় আদিবাসীদের সেল আই এস পী আধুনিকিকরনে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে!২০০৬সালের এর সেল আই এস পী আধুনিকিকরণে আদিবাসী জমি দাতাদের চাকরি নিয়োগ থেকে বঞ্চিত করার প্রতিবাদে!আদিবাসী জমি দাতাদের চাকরির দাবিতে! বার্নপুর কারখানার দ্বারা বায়ু, শব্দ ও জল দূষনের প্রতিবাদে!আসানসোল বার্নপুর শিল্পাঞ্চলে পানীয় জল হিসাবে ব্যবহৃত দামোদর নদীর জলে বার্নপুর কারখানার বর্জ্য, নোংরা জল কোনো ফিল্টার ছাড়াই মিশছে, তার প্রতিকারের দাবি সহ একাধিক দাবিতে এই কর্মসূচি!হাতে প্ল্যাকার্ড নিয়ে ধামসা মাদল বাজিয়ে মিছিল করে  তারা তাঁদের প্রতিবাদ বিক্ষোভ করেন বার্নপুর টানেল গেটের সামনে!

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)