বিশ্ব স্বীকৃতি পেল SBI, ডিজিটাল ব্যাংকিং এ গড়লো নতুন ইতিহাস!বিশ্ব ব্যাংক এখন বিশ্বে চতুর্থ স্থানে!

Prathamalorbarta
By -
0

YONO প্ল্যাটফর্মে রেকর্ড বৃদ্ধি ক্রমশ! প্রতিদিন যুক্ত হচ্ছে হাজার-হাজার গ্রাহক !ইতিমধ্যেই SBI এর তরফ থেকে জানানো হয়েছে, দ্বৈত স্বীকৃতি SBI-এর অবস্থানকে আরো শক্তিশালী করেছে বৈশ্বিক ব্যাংকিং নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে। নতুন উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তিকরণ ও গ্রাহক পরিসেবার উৎকর্ষের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিশ্রুতিবদ্ধ। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে ৫২০ মিলিয়ন গ্রাহককে পরিষেবা দিচ্ছে প্রতিনিয়ত। প্রতিদিন ৬৫ হাজার নতুন গ্রাহক যুক্ত হচ্ছে এই পরিষেবার সাথে। ডিজিটাল ফার্স্ট, কনজিউমার ফার্স্ট, এই নীতিতে পরিচালিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান অ্যাপ YONO- তে ৯.০৪ কোটি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছেন, যার মধ্যে প্রতিনিয়ত সক্রিয় ১ কোটিরও বেশি গ্রাহক। দেশের সর্ববৃহৎ ব্যাংক হিসেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রয়েছে ২২,৯৮০টি শাখা, ৬২,২০০টি এটিএম এবং ৮৭,৮০০-র বেশি বিজনেস করোসপন্ডেন্ট। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোমলোন পোর্টফোলিও ইতিমধ্যেই ৮.৫ লক্ষ কোটি ছুঁয়েছে। নিউজউইকের তালিকায়, বিশ্বের চতুর্থ সর্বাধিক বিশ্বাসযোগ্য ব্যাংক হিসেবে জায়গা করে নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যার মার্কেট শেয়ার গৃহঋণে ২৭.৭ শতাংশ এবং অটো লোনে ১৯.০৩ শতাংশ। ডিজিটাল উদ্ভাবন ও গ্রাহক পরিষেবার ক্ষেত্রে ভারতের গর্ব হয়ে উঠেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)