আগামীকাল মঙ্গলবার সূর্য ওঠার আগে আবার সেইভাবে পুজো শুরু হবে যতক্ষণ সূর্যদেব না উঠবে
By -Prathamalorbarta
অক্টোবর ২৭, ২০২৫
0
দীপাবলি শেষ ছট পুজো শুরু হয়।নিরামিষ খাওয়া লাউ ভাত খাওয়া যেমন থাকে। তেমনি ছটপুজো গঙ্গা বা জলাশয় সূর্যের আবাহন করে সন্ধ্যেবেলায় প্রথম আরোগ জলে নেমে পূজো করা হয়। সূর্য পশ্চিম দিকে অস্তমিত যাবে আর সেই দিকে রেখে গঙ্গায় বা জলাশয়ে স্নান করে এই আবহন চলে ।
এরপরে গঙ্গা বা নদী স্নান করে কুলো মাথায় দিয়ে স্নান করে সূর্য দেবকে অর্পণ করে যে যার বাড়ি চলে যায়।, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সূর্য ওঠার আগে আবার সেইভাবে পুজো শুরু হবে যতক্ষণ সূর্যদেব না উঠবে ততক্ষণে কিন্তু জলে থেকে প্রার্থনা করে বাড়ি তে যান ভক্তবৃন্দরা।
নদীয়া জেলার বিভিন্ন জায়গায় ছটপূজো আরাধনা চলছে। রানাঘাট চূর্ণী নদীর ধারে রানাঘাট পৌরসভার পক্ষ থেকে স্টল করা হয়েছে ভক্তবৃন্দের সুবিধা অসুবিধা জানানোর জন্য। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায় উপস্থিতে জলছত্র করা হয়েছে। এবং স্টল করা হয়েছে ভক্তবৃন্দের সুবিধা অসুবিধা কথা মাথায় রেখে।