‘ঘুষ দিয়ে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন’ অভিষেক বচ্চন!
By -Prathamalorbarta
অক্টোবর ৩০, ২০২৫
0
২০০০ সালে জেপি দত্তার হাত ধরে ‘রিফিউজি’ সিনেমার সুবাদে বলিউডে শিকে ছেঁড়েন অভিষেক বচ্চন। সেই ছবি বক্স অফিসে খুব একটা শোরগোল না ফেললেও সিনেসমালোচকদের কলমে প্রশংসিত হয়েছিল।
এরপর বিগত দেড় দশকে অভিনেতা হিসেবে একাধিকবার ভিন্ন চরিত্রে ‘এক্সপেরিমেন্টে’র পথে হেঁটেছেন অভিষেক বচ্চন। তবে বক্স অফিস নম্বরের ক্ষেত্রে তা খুব একটা ফলপ্রসূ যেমন হয়নি, তেমনই ‘নায়ক’ জুনিয়র বচ্চনের কেরিয়ারে ‘ফ্লপ’ তকমাও শুনতে হয়েছে। এবার পঁচিশ বছরের ফিল্মি কেরিয়ারে যখন ফিল্মফেয়ারের মঞ্চে ‘সেরা অভিনেতা’র পুরস্কার পেলেন তখন সেই বিষয়টি নিয়েও কম জলঘোলা হচ্ছে না নেটভুবনে!