ধোনির উত্তরসূরি পেয়ে গেল সিএসকে! প্রবাদ বলে উইকেটের পিছনে দাঁড়িয়েই ম্যাচ বদলে দেন।

Prathamalorbarta
By -
0

 প্রবাদ বলে, মহেন্দ্র সিং ধোনি উইকেটের পিছনে দাঁড়িয়েই ম্যাচ বদলে দেন। এবার কি সেই ধোনির উত্তরসূরি পেয়ে গেল চেন্নাই সুপার কিংস? নতুন উইকেটকিপার, যিনি একেবারে মাহির মতো করে ম্যাচের ভোল পালটে দিতে পারেন, এমন তারকার খোঁজ পেয়েছে সিএসকে, এমনটাই মত নেটিজেনদের। সবমিলিয়ে গুজরাটের তরুণ উইকেটকিপারকে নিয়ে নেটপাড়ায় হইচই। কথা হচ্ছে উর্বিল প্যাটেলকে নিয়ে। সদ্য ইডেনে উইকেটের পিছনে দাঁড়িয়ে প্রায় ম্যাজিক দেখিয়েছেন গুজরাটের উইকেটকিপার।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)