‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ — কর্মসূচি বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো

Prathamalorbarta
By -
0

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে উন্নয়ণের জোয়ার এনেছেন। বাংলার প্রতিটি বুথের উন্নয়ণকে আরোও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচি ঘোষণা করেছেন। আজকে বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের ৪৭ এবং ৪৮ এই দুইটি বুথ নিয়ে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হলো।

 বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী ও পৌর কর্মীদের পাশাপাশি স্থানীয় নেতৃত্ব এবং ওই ওয়ার্ডের বাসীন্দারা উপস্থিত ছিলেন। বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন - বাইশ নম্বর ওয়ার্ডের আরো উন্নয়ন এবং ওই ওয়ার্ডের বাসীন্দাদের বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি উন্নত পরিষেবা দেবার লক্ষ্যেই আজ এই "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচির আয়োজন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)