শ্রীরামপুর ছোট বেলু কিশলয় সমিতি ৪৩ বছরে পদার্পণ করে প্রতিমায় আমাদের চ্যানেল থেকে তৃতীয় পুরস্কার ছিনিয়ে নিল।
By -Prathamalorbarta
অক্টোবর ০২, ২০২৫
0
আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলী জেলা শ্রীরামপুর ছোটবেলু এলাকায় যেটা দিল্লি রোডের পাশে সেই কিশলয় সমিতি পূজা মন্ডপে। এখানে শুধু আমরা অবাক হয়ে দেখলাম সেই পূজা মন্ডপ আর তার সাথে দেখলাম মাকে। মা যেন শুভ সপ্তমীর শুভ সন্ধ্যায় শুভ লগ্নে জীবন্ত জাগ্রত হয়ে উঠেছে সেই শ্রীরামপুর ছোট বেলু কিশলয় প্রাঙ্গণ পূজা মন্ডপে।
আমাদের প্রতিনিধি সপ্তমীর শুভ সন্ধ্যায় ৪টি পূজা মন্ডপ ঘুরে এই শ্রীরামপুর কিশলয় পূজা প্রাঙ্গণে এসে থমকে দাঁড়িয়ে গেল মায়ের মূর্তি দেখে। অপূর্ব সুন্দর মায়ের মূর্তি আর তার সাথে পূজা মন্ডপ টি নতুনত্ব বার্তা মানুষকে দিতে চলেছে। আমাদের চ্যানেলের পর্দার ক্যামেরায় সেই সব চিত্ত ধরে নিলাম। আমাদের ক্যামেরায় সভাপতি থেকে সহ সম্পাদক এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা এই পুজো মন্ডপে মায়ের মতে সম্পর্কে কি বললেন, আসুন আমরা একবার শুনে নেব তাদের কথা। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সভাপতির হাতে তুলে দেয়া হল প্রথমেই তাকে আমাদের প্রথম আলোর বার্তার ব্যাচ দিয়ে তাকে সম্মান দেওয়া হল তারপর তাকে গলায় উরনি পরিয়ে সম্বর্ধনা দেয়া হলো।
এরপর সেই তৃতীয় পুরস্কারের সার্টিফিকেট সভাপতির হাতে প্রদান করা হলো। সবশেষে যার জন্য এই মন্ডপের সদস্যরা আগ্রহের সাথে দাঁড়িয়ে ছিল আমাদের চ্যানেলের তৃতীয়তম শিল্ড দেওয়ার পর তাদের উচ্ছ্বাসের আওয়াজে আকাশ বাতাস কেঁপে উঠল সেই শ্রীরামপুর ছোটবেলু এলাকায়। সেই উল্লাসে দৃশ্য ক্যামেরাবন্দি করলাম আপনাদের জন্য। আসুন ওনারা কি বললেন আমাদের ক্যামেরার পর্দায় আমরা একবার আপনাদেরকে শুনিয়ে দিই। শ্রীরামপুর ছোট বেলু থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।