এক টুকরো মিশর"এই থিমের পুজো করে শেওড়াফুলি বিবেকানন্দ বড় পুকুর ধার দ্বিতীয় পুরস্কার ছিনিয়ে নিলো আমাদের প্রথম আলোর বার্তার পর্দা থেকে।

Prathamalorbarta
By -
0

আমাদের প্রতিনিধি শুভ ষষ্ঠীর সন্ধ্যায় শুভ লগ্নে বিভিন্ন পূজা মন্ডপ ঘুরেছিল প্রতিমায় কারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানের জায়গায় থাকবে। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল শেওড়াফুলির বিবেকানন্দ স্কুলের পাশে বড় পুকুর পাড় সার্বজনীন দূর্গা উৎসব কমিটির পূজা মন্ডপে।

সেখানে গিয়ে আমাদের প্রতিনিধি অভিভূত এবং আপ্লুত হয়ে গেল তাদের এবারে থিম ছিল দুর্গা পুজোর  "এক টুকরো মিশর"। এই পূজা মন্ডপের প্রতিমাকে দেখলে মনে হয় জীবন্ত জাগ্রত মা দুগ্গা দাঁড়িয়ে আছে। আর সেই "এক টুকরো মিশরের"যেভাবে এই দুর্গাপূজা কমিটি দর্শকদের সামনে এনেছে মনে হবে সত্যি আমরা মিশরে আছি সেই মিশরের মমি আমাদের সামনে দেখতে পাচ্ছি। পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর এবং প্রশাসনিক দক্ষতা আমাদের চোখে পড়ল এই পূজা মন্ডপে। 

আমরা যথারীতি প্রায় রাতে সাড়ে দশটার সময় ওখানে আমরা পৌছালাম সেই পূজা মন্ডপে। কখনো দেখি কত রাতে দর্শনার্থীদের ভিড় আছড়ে পরল সেই "এক টুকরো মিশর" দেখার জন্য। আমরা সরাসরি সেই দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করলাম। আমাদের চ্যানেলের পর্দায় কর্মকর্তা থেকে শুরু করে যারা দর্শনার্থীদের থেকেও আমরা সাক্ষাৎকার নিলাম। এই জীবন্ত জাগ্রত দুগ্গা মাকে স্বচক্ষে দেখা হল এবং আপনারাও দেখুন সেখানে এই পূজা মন্ডপ আমাদের চ্যানেল প্রথম আলোর বার্তার পর্দা থেকে দ্বিতীয় পুরস্কার ছিনিয়ে নিল।

 যখন আমরা এই পুরস্কার তুলে দিই কমিটির মহিলা থেকে পুরুষ থেকে বাচ্চা থেকে তাদের উল্লাস দেখে আমরা অভিভূত। আসুন আমরা একবার শুনে নেব এই পুজোর কর্মকর্তা থেকে শুরু করে যারা দর্শক তারা কি বললেন আমাদের চ্যানেলের পর্দায়। শেওড়াফুলি বিবেকপল্লী বড় পুকুর ধার থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)