মাত্র অষ্টম শ্রেনীর ছাত্র আট দিনের চেষ্টায় তৈরি করলেন বড় মা কালী মায়ের মূর্তি তৈরি করলেন। রানাঘাট পালচৌধুরী প্রাইমারী স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র মৌউক নন্দী। বাবা মিঠুন নন্দী খাবার দেওয়ার কাজ করেন মা কমালিকা নন্দী গৃহবধূ বাড়িতে টিউশুনি করে দরিদ্রতার মধ্যে একমাত্র ছেলের এমন কাজ কে উৎসাহিত করেন ।
মা কমালিকা নন্দী বলেন পাঁচবছর বয়েস থেকে ঠাকুরের ছবি ঠাকুরের চোখ আঁকার প্রতি ঝোঁক ছিলো তারপর মাটি নিয়ে নানা ধরণের কাজ করতো। এর আগে ছোট দুর্গা, লক্ষী, সরস্বতী প্রতিমা করলেও এই বছর প্রথম ছোট কালী প্রতিমা মূর্তি তৈরি করেছে।
মৌউক নন্দী বলে এই বছর সে প্রথম কালী প্রতিমা বড় মা তৈরি করেছে আট দিনের চেষ্টায় তৈরি এই মূর্তি দেখে রানাঘাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ে শ্যামলী পূজো মণ্ডপে স্থান পেয়েছে ছোট বড় মায়ের মূর্তি। সে মিনিচার্ট নিয়ে এগিয়ে যেতে চাই। পড়াশুনার পাশাপাশি ছোট ছোট মূর্তি তৈরি করতে চাই। আগামীদিনে ভালো শিল্পী হিসাবে দাঁড়াতে চাই। এমন মূর্তি দেখে পূজো উদ্যোক্তারা খুশি তাদের প্যান্ডেলে এই ছোট বড় মা কালী দেখে উচ্ছসিত দর্শকরা।