২২ না ২৩ অক্টোবর - কবে পড়ছে ভাইফোঁটা ?পঞ্জিকা বলছে একদিন, ঘড়ি বলছে আরেকদিন!

Prathamalorbarta
By -
0

কোনটা মানবেন তাহলে?পঞ্জিকা বলছে এই সময়েই ফোঁটা দিন,তবেই মিলবে দীর্ঘায়ু !বছরের সবচেয়ে আবেগ ভরা উৎসব হলো ভাইফোঁটা। তবে এবারের ভাই ফোঁটা নিয়ে শুরু হয়েছে মিশ্র মত।


কেউ বলছেন ২২ শে অক্টোবর আবার কেউ বলছেন ২৩ - কিন্তু আসল সত্যিটা জানলে আপনিও হবেন অবাক। ২০২৫ পঞ্জিকা অনুযায়ী, ভাইফোঁটা পড়ছে ২৩ শে অক্টোবর বৃহস্পতিবার। এই দিনটি কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। তিথি শুরু হবে ২২ শে অক্টোবর রাত ৮:১৬ মিনিট থেকে। এবং সেটি চলবে ২৩ শে অক্টোবর রাত ১০:৪৬ মিনিট পর্যন্ত। শাস্ত্র বলছে, ভাতৃ দ্বিতীয়ার ফোঁটা দেওয়ার সবচেয়ে শুভ সময় অপরাহ্নকাল অর্থাৎ যা দিনের মধ্যভাগ থেকে সন্ধ্যার আগে পর্যন্ত সময়কে বোঝায়। সে ক্ষেত্রে শুভ সময় পড়েছে দুপুর ১:১৩ মিনিট থেকে বিকেল ৩:২৮ মিনিট পর্যন্ত।উদয়া তিথি অনুযায়ী ২৩ শে অক্টোবরই মূল দিন বলে ধরা হচ্ছে।

শাস্ত্র বলছে, এই সময়ে ফোটা দিলে ভাই এর দীর্ঘায়ু, মঙ্গল এবং জীবনের শান্তি নিশ্চিত। কিন্তু অনেক পরিবারেই সুবিধা মত সারাদিনও ফোঁটা দেওয়ার প্রচলন রয়েছে। তাই এই বছর আশীর্বাদ ও ভালোবাসার পবিত্র বন্ধন উদযাপন হোক ২৩শে অক্টোবরেই ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)