প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধ
By -Prathamalorbarta
অক্টোবর ১১, ২০২৫
0
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনে ব্যারাকপুরে কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এরাজ্যে SIR লাগু নিয়ে বলেন সারা দেশে SIR হলেও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিরোধিতা করেছে ঠিকই কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর বিরোধিতা করছে। কারণ এই তৃণমূল দলটা এই সমস্ত ভোটারদের জন্যই জয়লাভ করে। সেটা নির্বাচন কমিশন বুঝতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানা নিয়ে তিনি বলেন যে একজন এগরোল বিক্রেতা সে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে। সে কারণেই তাকে এগরোল মিনিস্টার বলে কটাক্ষ করেন তিনি। এছাড়াও দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন ডক্টর সুকান্ত মজুমদার।