জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় চলা সন্ত্রাস দমন অভিযানে শহিদ হলেন সেনা জওয়ান পলাশ ঘোষ।

Prathamalorbarta
By -
0

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় চলা সন্ত্রাস দমন অভিযানে শহিদ হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামের  সেনা জওয়ান পলাশ ঘোষ।


ভারতীয় সেনার এলিট প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন তিনি।সেনা সূত্রে জানা গেছে, ৬ ও ৭ অক্টোবর কোকেরাংয়ের আহলান গাডোল এলাকায় জঙ্গি দমনের এক অভিযানে নিখোঁজ হন পলাশ ঘোষ ও ল্যান্স নায়েক সুজয় ঘোষ। বৃহস্পতিবার সুজয় ঘোষের দেহ উদ্ধার হয়, আর শুক্রবার উদ্ধার হয় পলাশ ঘোষের নিথর দেহ ও তাঁর বন্দুক।পরিবার সূত্রে জানা যায়, পলাশ ঘোষ দীর্ঘদিন ধরেই কাশ্মীরে কর্মরত ছিলেন। 

৪৫ দিনের ছুটিতে এসেছিল বাড়িতে ,দুর্গা পুজোর পঞ্চমীর দিনে বাড়ি থেকে বেরিয়ে যান কর্মস্থলে। ফুটফুটে দুই কন্যা সন্তান রয়েছে তার। বাড়ি থেকে বলে গিয়েছিল বিবাহ বার্ষিকীতে এসে আমরা ঘুরতে যাব। কিন্তু এভাবে একাই চলে যাবে কে জানতো। 

শুক্রবার  তার শহিদ হওয়ার খবর পরিবারে কাছে পৌঁছায়। খবর পেয়ে তার স্ত্রী বুল্টি ঘোষ সংঘাহীন অবস্থায় রয়েছে, মা এর যেন কান্না থামছে না , বাবা শোকে পাথর হয়ে গিয়েছে। শনিবার সন্ধ্যায় তাঁর মরদেহ নিজ গ্রামে পৌঁছাবে বলে জানা গেছে। খবর ছড়াতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজন, শোকের ছায়া নেমে এসেছে গোটা রুকুনপুর বলরামপাড়া গ্রামে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)