দ্বিতীয় হুগলী সেতুর সংস্কারের কারণে আজ শনিবার ও আগামী কাল রবিবার কয়েক ঘন্টার জন্য সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের এক ট্রাফিক নির্দেশিকায় একথা জানানো হয়েছে...
By -Prathamalorbarta
অক্টোবর ১১, ২০২৫
0
কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে যে দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগার সেতুতে শনিবার ১১ ই অক্টোবর সকাল পাঁচটা থেকে সাড়ে নটা প্রায় সাড়ে চার ঘন্টা এবং রবিবার ১২ ই অক্টোবর দুপুর তিনটে থেকে রাত ৮ টা পর্যন্ত পাঁচ ঘন্টা সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে।
এই সময়ে বিদ্যাসাগর সেতুর কেবেল এবং বিয়ারিং মেরামতির পাশাপাশি পরিবর্তনের কাজ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কলকাতা এবং হাওড়ার মধ্যে সেতুর যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী এই সময় যে গাড়িগুলো হাওড়া থেকে কলকাতা যাবে বা কলকাতা থেকে হাওড়া দিকে আসবে তারা হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু এবং বালি ব্রিজ হয়ে যাতায়াত করতে পারে। এই সময় কোন পণ্যবাহী গাড়ি চলাচলের অনুমতি নেই।