১৩ বছর ধরে হিন্দু-মুসলিম একসাথে দুর্গোৎসব— পাপুরী গ্রামে কাজল শেখের অনন্য দৃষ্টান্ত।।

Prathamalorbarta
By -
0

 বীরভূম জেলার নানুর ব্লকের পাপুরী গ্রাম। যেখানে ৯০ শতাংশ মুসলিম এবং মাত্র ১০ শতাংশ হিন্দু পরিবার একসাথে মিলে প্রতি বছর আয়োজন করে দুর্গাপুজো। আর সেই উদ্যোগের নেপথ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা সমাজসেবী কাজল শেখ।

বিগত ১৩ বছর ধরে অবিরামভাবে এই দুর্গাপুজো চালিয়ে আসছেন তিনি। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের একত্রিত হয়ে আনন্দ-উৎসবের ছবি যেন তুলে ধরছে এক অনন্য দৃষ্টান্ত।


একসময়ের উত্তপ্ত নানুর আজ শান্তির বার্তা দিচ্ছে সারা রাজ্যে। পাপুরী গ্রামে দুর্গোৎসব ঘিরে হিন্দু-মুসলিম ঐক্যের এই ছবি সমাজে ছড়িয়ে দিচ্ছে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য বার্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)