নদিয়ার কল্যাণী B ১১সর্বজনীন দুর্গা পূজো ৩৬তম বর্ষে পদার্পণ করলো। এই বার পল্লী বাসীরা থিম ও প্রতিমার ওপর তাদের জোর দিয়েছেন

Prathamalorbarta
By -
0

 নদিয়ার কল্যাণী বি ১১সর্বজনীন দুর্গা পূজো ৩৬তম বর্ষে পদার্পণ করলো। এই বার পল্লী বাসীরা থিম ও প্রতিমার ওপর তাদের জোর দিয়েছেন। তাদের থিম প্রকৃতির কোলে নীল পরীর দেশ। প্রকৃতি কে বড় করে তুলে তাদের মন্ডপ সজ্জা তৈরি করেছেন।

 ইতিমধ্যে বিশ্ব বাংলা শারদ সম্মান এবং অন্যটি থিমের জন্য পুরস্কার এবং আরও পুরস্কার তারা লাভ করছেন মন্ডপ ও প্রতিমার জন্য। 

পূজো শেষ হওয়ার পরই তারা পরের বারের পুজোর জন্য প্রস্তুতি শুরু করে দেবেন বলে জানালেন পুজোর কমিটির সম্পাদক নবীন ঘোষ জানালেন ।


 তবে এই পুজোতে দেখা গেলো অন্য এক অনুভূতি পল্লী পুজোয় যুক্ত আট থেকে আশি সবাই পরিবারের মতন পুজোর চারটে দিন এক সাথে খাওয়া দাওয়া পুজো মণ্ডপে একসাথে থাকা এক অনাবিল আনন্দ। নদীয়া থেকে বাবুয়া ব্যানার্জী প্রথম আলোর বার্তা।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)