ঠিক যেন অষ্টমীর অঞ্চলির সাজ। লাল টেম্পল পাড়ের সাদা শাড়িতে মোটিফ করা। কানে ঝুমকো, হাতে বালা। না কোনও পুজো মণ্ডপে নয়। এই সাজে বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করলেন শ্রেয়া ঘোষাল। অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এই সাজেই জাতীয় সঙ্গীত গাইলেন বঙ্গ কন্যা। এক ঝলক দেখলে মনে হবে শ্রেয়া যেন অষ্টমীর অঞ্চলি দিতে গিয়েছেন।মহিলাদের বিশ্বকাপের সঙ্গে শুরু থেকেই যুক্ত শ্রেয়া। গুয়াহাটিতে ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন তিনি। সেই সঙ্গে জাতীয় সঙ্গীত লাইভ গেয়েছেন। তাতে তাল মিলিয়েছেন হরমনপ্রীত কৌররা। ওই অনুষ্ঠানে তাঁর সুরেলা কণ্ঠ যেমন দর্শকদের মন কেড়েছে, তেমন নজর কেড়েছে তাঁর সাজও।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default

