সোনার দুল বিক্রি করে শুরু করেছিলেন রান্নাঘর, স্টেশনের ক্ষুধার্তদের মুখে তুলে দেন ভাত-ডাল
By -
অক্টোবর ১৭, ২০২৫
0
তিনি সাধারণ গৃহবধূ। সংসারের কাজ ও হিসেব-নিকেশেই তাঁর দিন কাটে। তাঁর স্বামী অমল বিশ্বাস কাজ করেন কলকাতায়, তাঁর ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র। খুব অল্প আয়েই সংসার চলে তাঁর। সংসারে টানাটানির মধ্যেও মন কাঁদতো কাজুলী দেবীর, যখন তিনি দেখতেন স্টেশনের সেই না খেতে পাওয়া মানুষদের। আর সেই দৃশ্য সহ্য করতে না পেরেই বিক্রি করলেন নিজের সোনার দুল। এরপর থেকেই শুরু হলো তাঁর নতুন লড়াই - মানুষের জন্য মানুষের লড়াই, মানবিকতা বাঁচিয়ে রাখার লড়াই।
পাঁচ মাস কেটে গেছে, প্রতিদিন একাই রান্না করেন, আর খরচ চালান নিজের টেলারিং এর টাকা দিয়ে। তারপর পৌঁছে দেন সেই খাবার, যার জন্য স্টেশনের প্রতিটি কোণে বসে থাকে অজস্র চেনা মুখ। তাঁদের কাছে এই খাবার শুধুমাত্র ভাত-ডাল নয়, এটি ভালোবাসা। কাজুলি দেবীর কাছে সেটাই তাঁর জীবনের সবচেয়ে বড়ো পুরস্কার।
Tags:

