সামশেরগঞ্জ থানার বিরাট সাফল্য। উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া প্রায় 40 টি মোবাইল।

Prathamalorbarta
By -
0

শুক্রবার সকালে সামশেরগঞ্জ থানায় হারিয়ে যাওয়া মোবাইল গুলো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিলেন সামশেরগঞ্জ থানার পুলিশ। মোবাইল পাওয়ার পর মালিকরা সামশেরগঞ্জ থানাকে অসংখ্য ধন্যবাদ জানাই। 

আমরা দেখেছি মাস খানেক আগে সামশেরগঞ্জ থানার তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল গুলো উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছিল। মাস যেতে না যেতেই আবারো 40 টি মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হল। এই যে সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ ইনচার্জ হওয়ার পর থেকেই একের পর এক বড় সাফল্য করছে সামশেরগঞ্জ থানা। অগ্নেওঅস্ত্র বোমা থেকে নিয়ে গাঁজা ইত্যাদি উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। সামশেরগঞ্জ থানার একের পর এক সাফল্যে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)