রানাঘাট পূর্বপারে এমনিতেই কালীপূজো বেশ ঝাঁকজমক এই বছর রানাঘাটের পূর্বপারে শ্যামলী ক্লাবের পূজো ৬৬তম বর্ষে পদার্পণ করলো তাদের এইবার কালীপুজোর থিম
By -Prathamalorbarta
অক্টোবর ১৭, ২০২৫
0
রানাঘাট পূর্বপারে এমনিতেই কালীপূজো বেশ ঝাঁকজমক এই বছর রানাঘাটের পূর্বপারে শ্যামলী ক্লাবের পূজো ৬৬তম বর্ষে পদার্পণ করলো তাদের এইবার কালীপুজোর থিম বোঝা ।
প্রত্যেক বছর নানা থিম এর প্যান্ডেল করে নজর কাড়েন। এই বছর তাদের মূল আকর্ষণ থিম। বর্তমান যুগে যেমন বাবা, মা বোঝা হয়ে জান শেষ বয়েসে তেমনি ছাত্র ছাত্রীদের অনেক বই পড়াশুনায় থাকায় বোঝা এমনই নানা সামাজিক বোঝার ওপর তাদের প্যাডেলের থিম বোঝা। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন পূজো কমিটির সদস্যরা।