হাওড়ায় কুতুব মিনারের থেকেও উঁচু টাওয়ার তৈরি হয়েছে ! ট্রেনে বসেও দেখা যায় এই টাওয়ার? কিন্তু কি আছে এর ভেতরে ?কুতুবমিনার কেও নাকি হার মানাবে হাওড়ার এই টাওয়ার !

Prathamalorbarta
By -
0

এই টাওয়ারের উপরে উঠলেই নাকি দেখা যাবে গোটা কলকাতা শহরকে !জানেন কি, কেমন সেই আকাশ ছোঁয়া পর্যবেক্ষণ মঞ্চ ?

জানেন, হাওড়ায় তৈরি হচ্ছে এক অভূতপূর্ব স্থাপত্য, যা শুনলেই মনে হবে কোনো সিনেমার গল্প, কিন্তু এ একেবারেই বাস্তব। বেলিলিয়াস পার্কের লাগোয়া ইস্ট-ওয়েস্ট বাইপাসের ধারে গড়ে উঠেছে দেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার 'পঞ্চদীপ'। হাওড়ার বুকে অবস্থিত এই টাওয়ারের উচ্চতা প্রায় ১২০ মিটার যা দিল্লির কুতুব মিনারের থেকেও ৩৮ মিটার উঁচু এবং নিউটাউনের বিশ্ববাংলা গেটের থেকেও প্রায় দ্বিগুণ উচ্চতায়। ৭৫ কোটি টাকায় তৈরি এই 'পঞ্চদীপ' টাওয়ার থেকে দেখা যাবে কলকাতা ও হাওড়ার এক বিস্ময়কর দৃশ্য। 

এই টাওয়ারে সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ১১২ মিটার উচ্চতায় থাকা পর্যবেক্ষণ মঞ্চ। যার আয়তন ২০০০ বর্গফুট। এই টাওয়ারে একসঙ্গে ২০০ জন দাঁড়িয়ে চারটি অত্যাধুনিক টেলিস্কোপ এর মাধ্যমে কুড়ি কিমি দূর পর্যন্তও দেখতে পারবেন। এর নীচেই 104 মিটার উচ্চতায় আছে এক বিলাসবহুল রেস্তোরাঁ ও ব্যাঙ্কোয়েট হল, যা অনেকটাই বিশ্ববাংলা গেটের আদলে তৈরি। এর ২৫ ও ৫০ মিটার উচ্চতায় আরো দুটি ছোটো ডেট তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ দর্শকদের জন্য। এই টাওয়ারে থাকবে দুটি হাই স্পিড এলিভেটর, যা ৪০ সেকেন্ডের মধ্যেই টাওয়ারের উপরে পৌঁছে দেবে অর্থাৎ ১২০ মিটারের চূড়ায়। এই টাওয়ারটি এমন এক কাঠামোয় তৈরি করা হচ্ছে যা ভূমিকম্প প্রতিরোধী। এই প্রকল্পটি ডিজাইন করছে IIEST, পরিকল্পনামতো চললে কয়েক মাসের মধ্যেই কাজ শেষ হবে, আর হাওড়া শহরের বুকে জ্বলে উঠবে নতুন দীপ - 'পঞ্চদীপ'।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)