সদ্যজাতকে নিয়ে পালানোর পর নগার মোর থেকে ধরা পড়লেন এক মহিলা।উদ্ধার শিশু।
By -Prathamalorbarta
অক্টোবর ২৩, ২০২৫
0
জানা গেছে গত বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি প্রসব যন্ত্রনা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন।বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন।আজ সারে এগারোটা নাগাদ তার ছুটি হয়।বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোক।সেই সময় কালো বোরখা পরে এক মহিলা এসে বলে তারও নাতি হয়েছে।তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে।এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই মহিলা।পুলিশ খবর পেয়ে তৎপর হয়।সিসিটিভিতে দেখা যায় মহিলা শিশু কোলে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন।
খবর হাসপাতালে পৌঁছান আই সি শ্রীরামপুর,এসিপি সহ চন্দনগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।নাকা শুরু করে পুলিশ।শ্রীরামপুর নগার মোরে মহিলাকে আটক করে পুলিশ।শিশু উদ্ধারে হাঁফ ছাড়ে পুলিশ ও পরিবার।তবে হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলো এই ঘটনা।