কাপের দলে সহ-অধিনায়ক ছিলেন শুভমান গিল। এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কারণ গিলের আগে সহ-অধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল। হঠাৎ কেন অক্ষরকে সরানো হল? সেই বিতর্ক থামলেও জানা যাচ্ছে, গিলকে এশিয়া কাপের দলেই চাননি অধিনায়ক সূর্য।
তাহলে কীভাবে গিল সুযোগ পেলেন? ২০২৪-র জুলাই মাসের পর সোজা এশিয়া কাপের সহ-অধিনায়ক। টুর্নামেন্টে ছন্দে ছিলেন না গিল। ৭ ইনিংসে ১২৭ রান করেন। তবে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে কয়েকটি ঝোড়ো ইনিংস খেলেছেন। গিলকে ওপেনে খেলানোর জন্য সঞ্জু স্যামসনকে নিচে ব্যাট করতে হয়েছে। শ্রেয়স আইয়ার স্কোয়াডেই ছিলেন না। একটি মাত্র ম্যাচ ছাড়া প্রথম একাদশে জায়গা হয়নি রিঙ্কু সিংয়ের।