“The Control of Entry Act, 1952” মামলায় আদালত শুধু মৌখিক নয়, লিখিতভাবে আধার কার্ড নম্বর ও ঠিকানা উল্লেখ করে তাঁদের ভারতীয় পরিচয় স্বীকার করেছে। রায়ের কপি ইতিমধ্যেই পাঠানো হয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনে।
নির্দেশ দেওয়া হয়েছে— বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী খাতুনসহ সকলকে দ্রুত ভারতে ফিরিয়ে আনতে হবে।
এই রায়ের পর তৃণমূল কংগ্রেসের এক সাংসদ সোশ্যাল মিডিয়ায় লেখেন— “যাঁদের বিদেশি সাজাতে উঠেপড়ে লেগেছিল বিজেপি, তাঁদেরই ভারতীয় প্রমাণ করল বাংলাদেশ। বাংলায় কথা বলার অপরাধে গরিব মানুষদের রোহিঙ্গা বলা হয়েছিল।”তিনি আরও জানান, ঘটনার সময় তাঁর পরিবারও হুমকির মুখে পড়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই পাশে ছিলেন এই অসহায় মানুষগুলির।
এর আগে কলকাতা হাই কোর্টও নির্দেশ দিয়েছিল— চার সপ্তাহের মধ্যে সোনালী খাতুনদের দেশে ফেরাতে হবে। এখন নজর সবার দিল্লির দিকে— কেন্দ্র সরকার কবে এই নির্দেশ কার্যকর করে সোনালীদের মাতৃভূমিতে ফিরিয়ে আনে, সেটিই দেখার।
x
