হুগলীর বৈদ্যবাটি থেকে উত্তর বঙ্গ বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে দুটি পরিবারের ৬জন পর্যটক।

Prathamalorbarta
By -
0

একটি পরিবার এর তিনজন সদস্য জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী রেশমী বন্দ্যোপাধ্যায় , পুত্র রোহিত বন্দ্যোপাধ্যায়। অন্য পরিবারের তিনজন সদস্য স্নেহাশীষ নিয়োগী , স্ত্রী সঙ্গীতা নিয়োগী,সহ তার কন্যা।

গত ১ তারিখ ব্যান্ডেল থেকে তিস্তা তোর্সা ট্রেন ধরে গত ২রা অক্টোবর নিড ম্যাল স্টেশনে নামেন তারা। সেখান থেকে তারা পৌছান দাওয়াপানি তে। সেখানে দুদিন থেকে গত ৫ তারিখ সন্ধ্যায় কাগে তে পৌঁছান তারা। ওখানেই পৌঁছনোর সময় থেকেই দুর্যোগ শুরু হয়। রাত দশটার পর সেই দুর্যোগ ভয়ংকর রূপ নেয়। প্রচুর বৃষ্টি ও বাজ পড়তে থাকে চারিদিকে । যেন পাহাড় ভেঙে পড়ছে মনে হয় তাদের । ঋষি খোলা নদীর জল ফুলে ফেঁপে উঠছে। ভয়ে রাতে একটা ঘরে সবাই মিলে রাত কাটান। 

সকালে উঠে দেখেন চারিদিক জলে ভর্তি। যে নদীর জল একদম নীচে ছিল , সেই নদী ভয়ংকর রূপ ধারন করে। একদিন কাগে তে আটকে থাকার পর আজকে অন্য রাস্তা ধরে বাড়ি ফেরার পথে হোম স্টে থেকে বের হয়েছেন তারা। ১৮বছর ধরে উত্তর বঙ্গ যাচ্ছেন জয়ন্ত বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার। পাহাড় তাদের খুব ই প্রিয়। কিন্তু এ বারে গিয়ে যে অভিজ্ঞতা হল তার ভোলার নয় ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)