বাঙালির কৃষ্টি কালচার ও সংস্কৃতি এখন বিদেশের মাটিতে, দুর্গা উৎসবে মেতে উঠলো আমেরিকায় বসবাসকারী বাঙ্গালী প্রবাসীরা

Prathamalorbarta
By -
0

দেশ থেকে দূরে গিয়েও যেন বাঙালি সংস্কৃতি এবং বাঙালি উৎসবকে আঁকড়ে ধরে আনন্দে মেতে উঠেছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বসবাসকারী বাঙালি প্রবাসীরা,প্রতিবারের মতো এ বছরও ধুমধাম করে আনুষ্ঠানিকভাবে হিন্দু রীতিনীতি মেনে, কলকাতা থেকে দুর্গা ঠাকুর নিয়ে গিয়ে দুর্গা পুজোয় মাতলেন প্রবাসী বাঙালিরা|



প্রতিবারের মতো দুর্গাপূজো হয়, ওল্ড নর্থর্ন হাই স্কুলে ১১৭ টম বিকানশন রড, দূরহম,।অক্টোবরে তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত চলল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আনন্দে মাতলেন সকলেই।নাচ গান আবৃত্তি, জমিয়ে খাওয়া দাওয়া হইহুল্লোড়ের মধ্য দিয়েই আনন্দে মেতে উঠেছিলেন প্রবাসী বাঙালিরা,।
প্রতিবারের মতো এবছরও আয়োজন করা হয় রীতি-নীতি মেনে কুমারী পুজোর,। এবছর প্রায় কুড়ি জন খুদে শিশুদেরকে পুজো করা হলো দেবীরূপে, মানা হলো হিন্দু শাস্ত্র মেনে একাধিক রীতিনীতি।প্রতিদিন দূর্গা পূজোকে কেন্দ্র করে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন ছিল ঠিক তেমনি,।আনন্দে উৎসবকে আরও বেশি করে বিদেশের মাটিতে মন কেড়ে নেওয়ার জন্য সংস্কৃতির বার্তার মধ্য দিয়ে কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছিল একাধিক গায়ককে।

প্রবাসী বাঙ্গালীদের পূজা উদ্যোক্তাদের দাবি শুধু বাঙালিরা এ পুজোয় আনন্দ করেন না ওখানকার অবাঙালিরাও এই পুজো দেখতে এবং আনন্দ করতে আসেন, পাশাপাশি আমেরিকায় অনেকেই আসেন এই পুজোর আনন্দ নিতে।দশমীর দিন দেবী বরণেও রয়েছে একাধিক চমক দাবি পূজা উদ্যোক্তাদের।
দেশ থেকে দূরে গিয়েও বাঙালির আবেগ এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবকে ভুলতে দেওয়া যায়নি যাবে না। বললেন প্রবাসী পূজা উদ্যোক্তারা।এই প্রসঙ্গে পুজো উদ্যোক্তারা কি বলছেন শুনে নেওয়া যাক।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)