সিকদার বাগান সর্বজনীন দুর্গোৎসবের প্রতিমা নিরঞ্জনে তারকাদের ভিড়

Prathamalorbarta
By -
0

১১৩ তম বর্ষে ঐতিহ্য বজায় রেখে সিকদার বাগান সর্বজনীন দুর্গোৎসবের প্রতিমা নিরঞ্জনে পা মেলালেন এক ঝাঁক তারকা। উপস্থিত ছিলেন অভিনেত্রী সৌমিলি গুহ, সোহিনী ও প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন বিধায়ক অতীন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ও শিল্পী গোষ্ঠীসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিত্ব।



ভাসান উৎসবে ধুনুচি নাচে মাতলেন এলাকার মহিলারা—প্রতিমা নিরঞ্জনের আবহে মুখরিত হয়ে উঠল গোটা এলাকা। পুজোর প্রধান উপদেষ্টা গৌরী শংকর রায় চৌধুরী জানান, “এই ঐতিহ্য শুধু উৎসব নয়, আমাদের মিলনের সেতুবন্ধন।”


এ বছরের থিম ‘সংকেত’, উদ্যোক্তাদের কথায়—
“যেমন ভোরের আগে পাখির ডাক সংকেত দেয় নতুন দিনের, তেমনই প্রকৃতিও প্রতিনিয়ত আমাদের নানা সংকেত দেয়। সেই বার্তাই আমরা প্রতিমা ও মণ্ডপে ফুটিয়ে তুলেছি।”

প্রিয়াঙ্কা সরকার জানান, “এমন ঐতিহ্যবাহী পুজোর অংশ হতে পেরে ভীষণ আনন্দিত। আগামী দিনেও এই পুজো যেন আরও সমৃদ্ধ হয়, সেই কামনাই করি।”
উত্তরের ঐতিহ্য ও আবেগের মেলবন্ধনে সিকদার বাগান দুর্গোৎসব এবারে হয়ে উঠল সত্যিকারের সংকেত—ঐতিহ্যের ধারাবাহিকতার প্রতীক।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)