বন্যা পরিস্থিতি এলাকায় ঝাঁপিয়ে পড়লেন জেলা যুব সভাপতি।
By -Prathamalorbarta
অক্টোবর ০৬, ২০২৫
0
সকাল থেকেই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হল জলঢাকা নদী সংলগ্ন এলাকায়। সেই খবর শোনা মাত্রই , পৌঁছে যান জলপাইগুড়ি জেলা যুব সভাপতি রামমোহন রায় তিনি প্রশাসনের সঙ্গে তাঁর জীবনের ঝুঁকি নিয়ে, বন্যা প্লাবিত এলাকার বাড়ির ভিতর থেকে মানুষকে উদ্ধার করে, নিরাপদ স্থানে নিয়ে যান।
আচমকায় এই বন্যায় হতবাক মানুষজন।বন্যা প্লাবিত এলাকা মানুষের জন্য শুকনো খাবার এবং সমস্ত এলাকায় ত্রাণ শিবিরের আয়োজন করেন, জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে।বন্যা প্লাবিত এলাকা মানুষের অনেকের ঘর বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে অনেকটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।কার্যত এই বন্যা পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন।
তবে যতদিন অব্দি বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন সমস্ত মানুষের পাশে থেকে খাবারের ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন ।