মাত্র দেড় বছরে মৃত্যুফাঁদে পরিণত গুনুটিয়া ব্রিজ! অন্ধকারে খানাখন্দে ভরা পথে যাতায়াতে চরম বিপদে সাধারণ মানুষ !

Prathamalorbarta
By -
0

 ব্রিজে ওঠার আগে রাস্তা জুড়ে এখন অজস্র খানাখন্দ। সামান্য অসাবধানতাতেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। 




 

স্থানীয়দের অভিযোগ, ব্রিজের রাস্তায় আলোর ব্যবস্থাও অত্যন্ত খারাপ। ল্যাম্পপোস্ট থাকলেও বেশিরভাগই বিকল অবস্থায়, অনেক সময় একদিকের লাইট গুলি বন্ধ রাখা হয়। ফলে রাতের অন্ধকারে সেই খানাখন্দে ভরা রাস্তা দিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ যানবাহন— সবাইকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা ঘনিয়ে আসছে, অথচ নির্বিকার প্রশাসন যেন ঘুমিয়ে রয়েছে।
একজন স্থানীয় বাসিন্দার কথায় — “দিনের পর দিন লাইট বন্ধ থাকে, রাস্তা খানাখন্দে ভর্তি, কিন্তু প্রশাসনের কোনও নজর নেই। বড় দুর্ঘটনা ঘটার আগেই যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই ব্রিজ সত্যিই মৃত্যুর ফাঁদে পরিণত হবে।”
উন্নয়নের প্রতীক হয়ে উঠেছিল গুনুটিয়া ব্রিজ, আজ তা পরিণত হয়েছে জীবনের ঝুঁকির অন্য নাম। প্রশাসনের উদাসীনতায় প্রশ্ন তুলছে সাধারণ মানুষ কবে জাগবে প্রশাসন।
x

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)