সত্যিই কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন বিরাট কোহলি ?
By -Prathamalorbarta
অক্টোবর ২৪, ২০২৫
0
কোহলির হাত নাড়ানোই কি শেষ ইঙ্গিত ?অ্যাডিলেডে নীরব বিদায়ের বার্তা দিলেন কোহলি ?নির্বাচকদের সতর্কবার্তায় কি চাপ বাড়ালো কোহলির ওপর ?৫১ তম শতরানের পর এবার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের পর পথে বিরাট!অ্যাডিলেড এর মাঠে নীরবতা। গ্যালারিতে বসে হাজারো চোখ তাকিয়ে রইল একটি মানুষের দিকেই - বিরাট কোহলি। শূন্য রানে আউট হয়ে যাওয়ার পর গ্যালারির দিকে তাকিয়ে তিনি একবার হাত নাড়ালেন আর তারপরেই কয়েক মুহূর্তের মধ্যেই দেশ জুড়ে শুরু হল সমালোচনা। তাহলে কি এটাই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ? কেউ বিশ্বাস করতে পারছিলেন না, তবু সেই দৃশ্য যেন এক নীরব বিদায় বার্তা।
ভারতীয় ক্রিকেট মহলে সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের জন্য নিজের জায়গা ছেড়ে দিয়েছেন একের পর এক ক্রিকেট তারকা। রোহিত শর্মা ইতিমধ্যেই আন্তর্জাতিক টি-২০ এবং ওডিআই থেকে অবসর নিয়েছেন। এবার কি সেই একই পথে হাঁটতে চলেছেন কিং কোহলি? নির্বাচক কমিটি নাকি আগেই জানিয়ে দিয়েছিল পারফরমেন্সের ধারাবাহিকতা না থাকলে সুযোগ মিলবে না।
প্রথম ম্যাচে পার্থে মিচেল স্টার্কের বলে শূন্য রানে আউট হলেন। দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে জেভিয়ার বার্টলেটের বলে এল.বি.ডব্লিউ হলেন। দুই ম্যাচের ব্যর্থতার পরই জল্পনা তুঙ্গে অবসর ঘোষণা কি এবার কেবল সময়েরই অপেক্ষা?