রামপুরহাট থানার দখলবাটি গ্রামে বৌমার ভাইয়ের হাতে গুরুতর আহত হয়ে মৃত্যু হল ৬১ বছর বয়সী ওয়াসিম আহমেদের। মৃত ব্যক্তি স্থানীয়ভাবে বোতলবন্দি জলের ব্যবসা করতেন।
পরিবার সূত্রে জানা যায়, ইলেকট্রিক বিলের টাকা নিয়ে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার অশান্তি বাধে। অভিযোগ, ওয়াসিমের পুত্রবধূ সাহানা পারভিন স্বামীকে টাকা দিতে নিষেধ করেন এবং শ্বশুরকে অপমান করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী তৌসিফ সাহানাকে চড় মারেন। এরপর সাহানা ফোন করে বাপের বাড়িতে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর ভাই আসিফ আলি ওরফে সঞ্জু, যিনি পেশায় ইন্ডিয়ান আর্মির ক্লার্ক, গাড়ি নিয়ে এসে তৌসিফ ও তাঁর বাবা ওয়াসিম আহমেদকে মারধর করেন।
অভিযোগ, বেসবল ব্যাট দিয়ে কানে আঘাত করায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওয়াসিম। তাঁকে রামপুরহাট মেডিকেল থেকে বর্ধমান মেডিকেলে স্থানান্তর করা হয়, যেখানে তাঁর মৃত্যু হয়।
ওয়াসিমের স্ত্রী ফতেমা বেগমের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত আসিফকে গ্রেফতার করেছে। আদালত তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

