প্রয়াত পাকিস্তানের প্রবীণতম ক্রিকেটার ওয়াজির মহম্ম

Prathamalorbarta
By -
0

প্রয়াত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াজির মহম্মদ। পাকিস্তানের সবচেয়ে প্রবীণ জীবিত ক্রিকেটার ছিলেন তিনি। ৯৫ বছর বয়সে ইংল্যান্ডের বার্মিংহ্যামে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওয়াজির। পাকিস্তানের হয়ে খেললেও তাঁর জন্ম হয়েছিল অবিভক্ত ভারতে। 

তাঁর অন্য তিন ভাইও পাকিস্তানের হয়ে খেলেছিলেন। ১৯২৯ সালে অবিভক্ত ভারতের জুনাগড়ে জন্ম হয় ওয়াজিরের। যা বর্তমানে গুজরাটের অংশ। দেশভাগের সময় তাঁদের পরিবার পাকিস্তানে চলে যায়। সেখানে ওয়াজির ছাড়াও হানিফ, মুস্তাক, সাদিক ও রইস, চার ভাই ক্রিকেটার হিসেবে পরিচিতি লাভ করেন। ওয়াজির পাকিস্তানের হয়ে ১৯৫২ থেকে ১৯৫৯ সালের মধ্যে ২০টি টেস্ট ম্যাচে ৮০১ রান করেছেন, এর মধ্যে ২টি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)