পুরনো দিনের উত্তম কুমার অভিনীত মৌচাক ছবির দৃশ্য ধরা পরল বালক সমিতির ৫০ বছরের জন্মদিনে সংগীত সন্ধ্যায় অনুষ্ঠানে।
By -Prathamalorbarta
অক্টোবর ২৪, ২০২৫
0
আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার শেওড়াফুলি চ্যাটার্জি পাড়ার বালক সমিতির ৫০ বছরের বুড়তে উৎসব উপলক্ষে আজ ছিল সঙ্গীত সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত ছিল। আপনাদের মনে পড়ে উত্তম কুমার অভিনীত মৌচাক ছবির বইটার কথা যেটাতে নায়িকা মিঠু মুখার্জি ছেলেদেরকে নাচে হারিয়ে দিয়েছিল। আজ সেই ছবি ধরা পরল ৫০ বছর পড়তি উৎসব উপলক্ষে সঙ্গিত সন্ধ্যায়। আজ এখানে এসেছিলে কলকাতার কুমার বিশ্বজিৎ সুপার গায়ক তার টিম নিয়ে। এই কুমার বিশ্বজিৎ তার নিজের গলায় ডুয়েট গান গান এটাই হলো কুমার বিশ্বজিৎ এর একমাত্র বৈশিষ্ট্য। তিনি একদিকে আশা ভোঁসলে অন্যদিকে কিশোর কুমারের গানে মাতিয়ে রাখলেন শেওড়াফুলি চ্যাটার্জি পাড়ার সমস্ত ৮ থেকে ৮০ বছরের মানুষদের উৎসাহ শুধু তাই নয় তার সাথে ছিলেন মিস প্রিয়া।
মিস প্রিয়ার কণ্ঠস্বর শেওড়াফুলি চ্যাটার্জি পাড়া মানুষের মন টপকে চলে গেল শেওড়াফুলি চ্যাটার্জি পাড়ার সমস্ত বাড়ির আনাচে কানাচে আকাশে বাতাসে তার মধুর কণ্ঠস্বর শুনে সবাই আপ্লুত এবং বিস্মিত। আরো ইনাদের সাথে ছিলেন আরো দুইজন আর্টিস্ট তারাও কিন্তু মানুষের মন জয় করে নিলেন নিজেদের কণ্ঠস্বরকে মধুর থেকে মধুরতম করে আকাশ বাতাসে ছড়িয়ে দিল তাদের সেই গান। আজ ভিড় ছিল চোখে পড়ার মতন। তবে যে কথাটা হচ্ছে আসল মৌচাক বই অনেকে দেখেছেন অনেক পুরনো বই সেখানে নায়িকা মিঠু মুখার্জি ছেলেদের কে হারিয়ে দিয়েছিল আজ সেই দৃশ্য শেওড়াফুলি চ্যাটার্জি পাড়ার বালক সমিতি শ্যামা পূজার পঞ্চাশ বছরের সঙ্গীতা অনুষ্ঠানের সেই এক দৃশ্য দেখা গেল এখানেও। এইখানে মহিলারা পুরুষদের নাচে হারিয়ে দিল শুধু তাই নয় মহিলারা এত সুন্দর নাচ নাচলেন যেসব শিল্পীরা স্টেজে গান গাইছিল তাদের থেকেও বাহবা কুড়িয়ে নিল এই শেওড়াফুলি চ্যাটার্জি পাড়ার মহিলা বাসিন্দারা। শেওড়াফুলি চ্যাটার্জী পাড়া থেকে রিপোর্টঃ অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।