ঘূর্ণিঝড় মান্থা। ঘূর্ণিঝড় মান্থা তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই মঙ্গলবার রাতে আছড়ে পড়েছে। রাত দশটা নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে কাকিনাড়া বন্দরের কাছে স্থলভাগ ছুঁয়েছে। রাত সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মূল ল্যান্ডফল। সেই সময় এর গতিবেগ ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা।এর পরে শক্তি হারিয়ে এখন সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত।
আবহাওয়া দপ্তরের পরামর্শ। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ৩০ শে অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে।
#ফসলের ক্ষতি হতে পারে। কৃষকদের পরামর্শ মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নেওয়ার জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের চাষীদের।
#নীচু এলাকায় জল জমতে পারে। শহরের আন্ডারপাস সহ নিচু এলাকায় জল জমতে পারে।
সিনোপসিস।
#উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ৩১ শে অক্টোবর উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।
##দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৮ থেকে ৩১ শে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
সিস্টেম।
#পূর্বমধ্য আরব সাগরে নিম্নচাপ শক্তিশালী হবে। গভীর নিম্নচাপ তৈরি হয়ে এই সিস্টেম গুজরাট উপকূলে অবস্থান করছে। এর ল্যান্ডফলের সম্ভাবনা কম।
##ঘূর্ণিঝড় মন্থা শক্তিশালী হয়েই স্থলভাগে প্রবেশ করছে। এর গতিবেগ ছিল সর্বোচ্চ ১১০ কিলোমিটার। স্থলভাগে প্রবেশের পর শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত। এটি ঘূর্ণিঝড় রূপে বেশ কিছুটা এগোবে তারপর গভীর নিম্নচাপ রূপে ছত্রিশগড় পর্যন্ত যেতে পারে। আজকের মধ্যেই ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হবে।
###উত্তর পূর্ব রাজস্থানে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে পূর্ব মধ্য আরবসাগরের গভীর নিম্নচাপ পর্যন্ত।
দক্ষিণবঙ্গ।
#আজ বুধবার হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উপকূলে হাওয়ার গতিবেগ বাড়তে পারে।
##বৃহস্পতিবারেও ভারী বৃষ্টি। পুরুলিয়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
###শুক্রবারেও ভারী বৃষ্টি বীরভূম এবং মুর্শিদাবাদে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম জেলাতে বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
####শনিবারে বৃষ্টির পরিমাণ কমবে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস। রবিবারের উজ্জ্বল আকাশ ; আকাশ বৃষ্টির সম্ভাবনা কমবে।
উত্তরবঙ্গ।
#আজ বুধবার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
##বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর দিনাজপুর এবং দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
###শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলার কিছু অংশে। মালদা এবং দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
####শনিবারে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবারে বৃষ্টি কমবে।
কলকাতা।
#আজ সকাল থেকেই মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে। দমকা ঝড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।
কলকাতার তাপমান।
#আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ।
ভিন রাজ্যে।
#ওড়িশাতে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা।
##ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় সৌরাষ্ট্র কচ্ছ তেলেঙ্গানা ও বিদর্ভে।
###ভারী বৃষ্টির সম্ভাবনা বিহার বাংলা ঝাড়খন্ড কেরল মাহে গুজরাট কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়।

