অভিনব ভাইফোঁটা একসাথে একসঙ্গে বসে ভাইফোঁটা নিলেন বিজেপি সাংসদ থেকে স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।
By -Prathamalorbarta
অক্টোবর ২৪, ২০২৫
0
অভিনব ভাইফোঁটা একসাথে একসঙ্গে বসে ভাইফোঁটা নিলেন বিজেপি সাংসদ থেকে স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।বৃহস্পতিবার নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে রানাঘাট জেলা পার্টি অফিসে ভাইফোঁটা অনুষ্ঠিত হলো।
নদীয়া দক্ষিণ জেলার সকল দাদা-ভাই দের সাথে মহিলা মোর্চার সকল পদাধিকারী ও কার্যকরতাদের ভ্রাতৃত্বের বন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রানাঘাট জেলা কার্যালয় । উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ স্থানীয় নেতৃত্ব ও জেলা নেতৃত্ব সহ কর্মীরা।